kalerkantho

বৃহস্পতিবার । ১৪ মাঘ ১৪২৭। ২৮ জানুয়ারি ২০২১। ১৪ জমাদিউস সানি ১৪৪২

‘আমেরিকানদের জন্য টিকা বাধ্যতামূলক নয়’

কালের কণ্ঠ ডেস্ক   

৬ ডিসেম্বর, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেবাজারে ভ্যাকসিন এলেও তা বাধ্যতামূলক নয় বলে ঘোষণা করলেন জো বাইডেন। বরং টিকা নেওয়ার বিষয়টিও দেশবাসীর ইচ্ছা-অনিচ্ছার ওপর ছেড়ে দিলেন তিনি। যদিও টিকা নেওয়ার জন্য সবাইকে উৎসাহিত করবেন বলে জানিয়েছেন বাইডেন। গত শুক্রবার বাইডেন বলেন, ‘প্রেসিডেন্ট হিসেবে আমার ক্ষমতানুসারে যা কিছু করা প্রয়োজন, সবই করব। মানুষকে (টিকা বিষয়ে) সঠিক কাজ করতে উৎসাহিত করব এবং তা যে গুরুত্বপূর্ণ সেটা দেখানোটাও জরুরি।’ ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় থাকাকালেই যুক্তরাষ্ট্রের মহামারি পরিস্থিতির অবনতি ঘটে। সূত্র : এএফপি।

মন্তব্যসাতদিনের সেরা