করোনা মহামারির মধ্যেই অনুষ্ঠিত হলো কুয়েতের পার্লামেন্ট নির্বাচন। গতকাল শনিবার দেশটিতে নাগরিকরা ভোট দিতে ভোটকেন্দ্রে যান। করোনাভাইরাসে আক্রান্ত ভোটারদের জন্য বিশেষ ভোটকেন্দ্রের ব্যবস্থাও করে দেশটি। চার বছর পর পর দেশটিতে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। এ বছর কভিড-১৯-এর প্রাদুর্ভাবের কারণে নির্বাচনী প্রচার সেভাবে চোখে পড়েনি। তবে এবারের নির্বাচনী লড়াইয়ের মূল মাঠ ছিল সামাজিক মাধ্যম ও গণমাধ্যম। আক্রান্তদের ভোটাধিকারের প্রতি সম্মান জানিয়ে পাঁচটি জেলার প্রতিটিতে তাঁদের জন্য একটি করে ভোটকেন্দ্র স্থাপন করা হয়। দেশের মোট ভোটকেন্দ্র ১০২টি। নির্বাচনের ফলাফল আজ রবিবার ঘোষণা করার কথা রয়েছে। সূত্র : এএফপি।
মন্তব্য