করোনাভাইরাসের কারণে পর্যাপ্ত নিরাপত্তার মধ্যে ছোট পরিসরে অভিষেক অনুষ্ঠানের কাজ সম্পন্ন করতে চান বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী জো বাইডেন। গত শুক্রবার তিনি এ কথা বলেন। আগামী বছরের ২০ জানুয়ারি যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট হিসেবে অভিষেক হওয়ার কথা রয়েছে তাঁর।
সাংবাদিকদের উদ্দেশে বাইডেন বলেন, ‘মানুষকে নিরাপদ রাখার জন্য আমরা বিজ্ঞানী ও বিশেষজ্ঞদের পরামর্শ অনুসরণ করতে যাচ্ছি। কাজেই মলে লাখ লাখ লোক থাকবে, তা একেবারেই অসম্ভব। আমার ধারণা, পেনসিলভানিয়া এভিনিউয়ে বড় ধরনের অভিষেক সামরিক প্রদর্শনীও হবে না। সূত্র : এএফপি।
মন্তব্য