kalerkantho

বৃহস্পতিবার । ১৪ মাঘ ১৪২৭। ২৮ জানুয়ারি ২০২১। ১৪ জমাদিউস সানি ১৪৪২

টিকা এলেই করোনার ইতি ঘটবে না

কালের কণ্ঠ ডেস্ক   

৬ ডিসেম্বর, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেটিকা এলেই করোনার ইতি ঘটবে না

বিশ্ব স্বাস্থ্য সংস্থা সতর্ক করে বলেছে, টিকা কোনো জাদু নয়, টিকা আসার অর্থই করোনার সমাপ্তি—এমনটা ধরে নিলে ভুল হবে। বিশ্বের বিভিন্ন দেশ যখন করোনার সংক্রমণ নির্মূলে গণহারে টিকা দেওয়ার পরিকল্পনা করছে, তখনই এই সতর্কতা জারি করল সংস্থাটি।

ডাব্লিউএইচওর জরুরি পরিস্থিতিবিষয়ক পরিচালক মাইকেল রিয়ান বলেন, ‘টিকা আসা মানেই বিশ্ব কভিডশূন্য হয়ে পড়বে এমন নয়। আমাদের হাতে কভিদের বিরুদ্ধে লড়াইয়ে যে হাতিয়ারগুলো রয়েছে, টিকা হতে পারে তার মধ্যে সবচেয়ে শক্তিশালী অস্ত্র। তবে এগুলো থাকার অর্থ এই নয় যে কভিডবিরোধী লড়াইয়ে জয়ী হতে চলেছি আমরা।’ সূত্র : এএফপি।

মন্তব্যসাতদিনের সেরা