kalerkantho

মঙ্গলবার। ৫ মাঘ ১৪২৭। ১৯ জানুয়ারি ২০২১। ৫ জমাদিউস সানি ১৪৪২

২৭ বছরের পুরনো ভ্রূণ থেকে জন্ম নিল শিশু

কালের কণ্ঠ ডেস্ক   

৪ ডিসেম্বর, ২০২০ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটে২৭ বছরের পুরনো ভ্রূণ থেকে জন্ম নিল শিশু

১৯৯২ সালের অক্টোবর থেকে যুক্তরাষ্ট্রের ইমব্রায়ো ডোনেশন সেন্টারে (এনইডিসি) হিমায়িত অবস্থায় রাখা ছিল ভ্রূণটি। এভাবে হয়তো আরো অনেকটা সময় পড়েই থাকত পুরনো এই ভ্রূণ। কিন্তু চলতি বছরের ফেব্রুয়ারিতে টিনা ও বেন গিবসন নামের এক দম্পতি এটিকে দত্তক নেওয়ার সিদ্ধান্ত নেন। ফলে শেষ পর্যন্ত ভ্রূণটি থেকে আলোর মুখ দেখে এক শিশু। তৈরি হয় বিশ্বের সবচেয়ে পুরনো ভ্রূণ থেকে জন্ম নেওয়ার রেকর্ড। এর আগে ২৪ বছরের পুরনো এক ভ্রূণ থেকে শিশু জন্ম নেওয়ার ঘটনা ঘটেছিল। মজার ব্যাপার হচ্ছে, সেই ভ্রূণটিও টিনা ও বেন দম্পতিই দত্তক নিয়েছিলেন।

সদ্য জন্ম নেওয়া মেয়ে শিশুটির নাম রাখা হয়েছে মলি গিবসন। তাকে দত্তক নেওয়া দম্পতি টিনা ও বেনের বয়স যথাক্রমে ২৯ ও ৩৬। অনেক দিন ধরেই সন্তান নেওয়ার চেষ্টা করছিলেন তাঁরা, কিন্তু শারীরিক কিছু সমস্যার কারণে সন্তানের মুখ দেখার স্বপ্ন পূরণ হচ্ছিল না। বছরপাঁচেক আগে টিনা গিবসনের মা-বাবা স্থানীয় সংবাদমাধ্যম থেকে এনইডিসির ব্যাপারে জানতে পারেন। এরপর টিনা ও বেন সেখানে ২৪ বছর ধরে সংরক্ষিত একটি ভ্রূণ দত্তক নেন, যা থেকে তাঁদের প্রথম বাচ্চা এমার জন্ম হয়। চলতি বছর একই জায়গা থেকে মলির ভ্রূণ দত্তক নেন তাঁরা। জন্ম আগে পরে হলেও এমা ও মলির ভ্রূণের বয়স একই। এমনকি একই দাতার কাছ থেকে আসায় তারা দুজন জিনগতভাবেও দুই বোন। সূত্র : বিবিসি।

মন্তব্যসাতদিনের সেরা