kalerkantho

বৃহস্পতিবার । ৭ মাঘ ১৪২৭। ২১ জানুয়ারি ২০২১। ৭ জমাদিউস সানি ১৪৪২

সংক্ষিপ্ত

ইরানকে শর্ত বেঁধে দেবেন বাইডেন

কালের কণ্ঠ ডেস্ক   

৩ ডিসেম্বর, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেইরানকে শর্ত বেঁধে দেবেন বাইডেন

পরমাণু কর্মসূচি নিয়ে ইরানের সঙ্গে ফের চুক্তি করার ক্ষেত্রে বেশ কয়েকটি শর্ত আরোপ করবেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন। গতকাল বুধবার বাইডেনের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে নিউ ইয়র্ক টাইমস। বিশ্লেষকরা বলছেন, এসব শর্তের কারণে পরমাণু চুক্তিতে যুক্তরাষ্ট্রের ফিরে আসার সম্ভাবনাকে কঠিন করে তুলবে। ইরানের পরমাণু কর্মসূচি সীমিতকরণের লক্ষ্যে ‘জয়েন্ট কমপ্রিহেনসিভ প্ল্যান অব অ্যাকশন’ (জেসিপিওএ) নামের এই চুক্তিটি হয় ২০১৫ সালে। এর এক পক্ষে ছিল ইরান। আরেক পক্ষে স্বাক্ষর করে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, রাশিয়া, জার্মানি, ফ্রান্স, চীন ও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। চুক্তিতে বলা হয়, ইরান তাদের পরমাণু কর্মসূচি সীমিত রাখবে। এর বিনিময়ে তাদের ওপর থেকে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে। সূত্র : এএফপি।

 

মন্তব্যসাতদিনের সেরা