ইসরায়েলকে আকাশসীমা ব্যবহারের আনুষ্ঠানিক অনুমতি দিয়েছে সৌদি আরব। ইসরায়েলের সঙ্গে সংযুক্ত আরব আমিরাত সম্পর্ক স্বাভাবিক করার পর দুপক্ষের মধ্যে বিমান চলাচল চুক্তি হয়। সংযুক্ত আরব আমিরাত যেতে হলে ইসরায়েলি বিমানকে সৌদি আরবের আকাশ ব্যবহার করতে হবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা ও হোয়াইট হাউসের জ্যেষ্ঠ উপদেষ্টা জারেড কুশনারের সঙ্গে সৌদি কর্মকর্তাদের আলোচনার পর ইসরায়েলকে বিমান চলাচলের সুবিধা দেওয়ার ব্যাপারে আনুষ্ঠানিকভাবে সম্মতি দেয় রিয়াদ। কুশনার বর্তমানে সৌদি আরব সফরে রয়েছেন। গতকাল মঙ্গলবার সকাল থেকে সংযুক্ত আরব আমিরাত ও ইসরায়েলের মধ্যে বাণিজ্যিক বিমানের ফ্লাইট শুরুর কথা ছিল। সূত্র : পার্স টুডে।
মন্তব্য