দুশ্চিন্তায় পরিবেশবিদরা। গত ১২ বছরের নিরিখে ২০২০ সালে সবচেয়ে বেশি ধ্বংস হয়েছে আমাজন জঙ্গল। মাত্র এক বছরে ১১ হাজার ৮৮ বর্গকিলোমিটার জঙ্গল কেটে ফেলা হয়েছে বলে সম্প্রতি একটি প্রতিবেদনে প্রকাশ করা হয়েছে। পরিবেশবিদরা এই ঘটনার জন্য আঙুল তুলছেন ব্রাজিলের বর্তমান প্রেসিডেন্ট জেইর বলসোনারোর দিকে। তাঁদের দাবি, বলসোনারোই জঙ্গল কাটতে উৎসাহ দিয়েছেন।
ব্রাজিল প্রেসিডেন্ট বলসোনারো গত বুধবার একটি নতুন বিল প্রস্তাব করেছেন। কংগ্রেসে এটি পাস হলে অ্যামাজনে খনি, কৃষিকাজ ও জলবিদ্যুৎ প্রকল্প স্থাপন সহজ হবে। তিনি আশা করছেন, তাঁর এই ‘স্বপ্ন’ পূরণ হবে।
পৃথিবীর মোট কার্বন নিঃসরণের একটি বড় অংশ টেনে নেয় আমাজনের জঙ্গল। যে কারণে এই জঙ্গলকে পৃথিবীর ফুসফুস বলা হয়। প্রায় ৩০ লাখ গাছের প্রজাতি এবং জন্তু ও কীটপতঙ্গ রয়েছে এই জঙ্গলে। রয়েছে প্রায় ১০ লাখ জনজাতি। সূত্র : এপি।
মন্তব্য