ভারত সরকার সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ প্রত্যাহারের পর জম্মু-কাশ্মীরে প্রথম দফার ভোট হয়েছে গত শনিবার। জম্মু-কাশ্মীরের জেলা উন্নয়ন পরিষদের (ডিডিসি) প্রথম দফায় ভোট দিয়েছে ৫১.৭৬ শতাংশ মানুষ।
কাশ্মীরের পুলওয়ামায় সবচেয়ে কম ভোট পড়েছে। সেখানে ৬.৭০ শতাংশ ভোট পড়েছে। অন্যদিকে জম্মুর রিয়েসিতে ভোট পড়ার হার সর্বোচ্চ; সেখানে ৭৪.৬২ শতাংশ ভোট পড়েছে। এদিকে কাশ্মীরের ১০ জেলায় ৪০.৬৫ শতাংশ ভোট পড়েছে এবং জম্মুতে পড়েছে ৬৪.২ শতাংশ ভোট। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রাজ্য নির্বাচন কমিশনার কে কে শর্মা বলেন, জম্মু-কাশ্মীরে প্রথম দফার নির্বাচন সফলভাবে সম্পন্ন হয়েছে। তাতে ৫১.৭৬ শতাংশ ভোট পড়েছে।
তিনি আরো বলেন, জেলা উন্নয়ন পরিষদের নির্বাচনে ৪৩টি কেন্দ্রে শান্তিপূর্ণভাবে জনসমাগমের মধ্যে ভোট হয়েছে। মোট তিন লাখ ৬২ হাজার ৭৬৬ জন ভোট দিয়েছে। তার মধ্যে এক লাখ ৯৩ হাজার ৩৭৫ জন পুরুষ এবং নারীর সংখ্যা এক লাখ ৬৯ হাজার ৩৯১ জন।
সূত্র : ডেইলি শিখ।
মন্তব্য