বাগদান সম্পন্ন হওয়ার তিন বছর পর অবশেষে কেই কুমোরোর সঙ্গে নিজ মেয়ের বিয়ের অনুমতি দিলেন জাপানি যুবরাজ ফুমিহিতো। ২০১৭ সালে কুমোরোর সঙ্গে বাগদান সম্পন্ন হয় রাজকন্যা মাকোর। কিন্তু ২০১৮ সালে বিয়ে হওয়া কথা থাকলেও কুমোরোর অর্থনৈতিক সমস্যার কারণে এ বিয়ে পিছিয়ে যায় বলে জানিয়েছে জাপানি সংবাদ সংস্থা কিয়োডো। কেই কুমোরো নিউ ইয়র্কের ফোর্ডহ্যাম বিশ্ববিদ্যালয়ে আইন বিষয়ে পড়ছেন। পড়াশোনার খরচ চালাতে কুমোরোর মা তাঁর সাবেক সঙ্গীর কাছ থেকে ঋণ নিয়েছিলেন। সেই ঋণ পরিশোধের জন্য আইনি লড়াই চালাতে হয়েছে। এ বিষয়ে যুবরাজ ফুমিহিতো জানান, মাকো ও কুমোরো দুজনই প্রাপ্তবয়স্ক ২৯ বছরের তরুণ-তরুণী। তাঁদের বিয়েতে বাধা দেওয়া নৈতিকতাবিরুদ্ধ। তবে যুবরাজ এমন মন্তব্য করলেও এ বিয়ে নিয়ে তিনি উচ্ছ্বসিত নন। কারণ কেই কুমোরেকে বিয়ে করলে রাজকন্যা মাকোকে রাজপরিবারের সব সুযোগ-সুবিধা ও উপাধি ছেড়ে দিতে হবে। একজন সাধারণ জাপানি নাগরিকের মতো জীবন যাপন করতে হবে তাঁকে। সূত্র : বিবিসি।
মন্তব্য