kalerkantho

মঙ্গলবার । ১২ মাঘ ১৪২৭। ২৬ জানুয়ারি ২০২১। ১২ জমাদিউস সানি ১৪৪২

সংক্ষিপ্ত

পোপের প্রথম কৃষ্ণাঙ্গ কার্ডিনাল নিয়োগ

কালের কণ্ঠ ডেস্ক   

৩০ নভেম্বর, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেরোমান ক্যাথলিক গির্জায় নতুন কার্ডিনাল হিসেবে নিয়োগ পেয়েছেন ১৩ জন বিশপ। এর মধ্যে প্রথম কৃষ্ণাঙ্গ কার্ডিনাল হিসেবে নিয়োগ পেয়েছেন আফ্রিকান আমেরিকান উইলটন গ্রেগরি (৭২)। গত শনিবার সেন্ট পিটারের ব্যাসিলিকায় উঁচু গম্বুজের নিচে পোপ ফ্রান্সিস তাঁদের নিয়োগের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন। কার্ডিনালদের মধ্যে ৯ জনই সত্তরোর্ধ্ব। পোপের এ নিয়োগে শুধু অ-ইউরোপীয়দের অন্তর্ভুক্ত করার আকাঙ্ক্ষারই প্রতিফলন ঘটেনি, বরং সমাজের অবহেলিত অংশের প্রতিও স্বচ্ছতার বহিঃপ্রকাশ ঘটেছে। এই নিয়ে পোপ মোট ৯৫ জন কার্ডিনালকে নিয়োগ করলেন। ভবিষ্যতে তাঁরাই ৮৩ বছর বয়সী পোপের উত্তরসূরি নির্বাচন করবেন।

সূত্র : এএফপি।

মন্তব্যসাতদিনের সেরা