kalerkantho

বৃহস্পতিবার । ১৪ মাঘ ১৪২৭। ২৮ জানুয়ারি ২০২১। ১৪ জমাদিউস সানি ১৪৪২

কে এই ফাখরিজাদেহ

কালের কণ্ঠ ডেস্ক   

২৯ নভেম্বর, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেকে এই ফাখরিজাদেহ

তেহরানের উপকণ্ঠে গত শুক্রবার নিহত পরমাণুবিজ্ঞানী মোহসেন ফাখরিজাদেহকে পশ্চিমারা ইরানের পরমাণু কর্মসূচির হোতা বলেই মনে করে। এই প্রায় অপরিচিত মোহসেন ফাখরিজাদেহর আসল পরিচয় কী, তা নিয়ে প্রশ্ন রয়েছে অনেকেরই। তাঁর পরিচয় নিয়ে ইরানও ধোঁয়াশায় রেখেছে সবাইকে। যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলোর বিভিন্ন গোয়েন্দা সংস্থার তথ্য অনুযায়ী, ফাখরিজাদেহ ২০০৩ সালে স্থগিত হয়ে যাওয়া ইরানের পরমাণু অস্ত্র কর্মসূচির সমন্বয়ক ছিলেন। পরমাণু কর্মসূচি স্থগিত হলেও অন্য প্রকল্পের আড়ালে গোপনে এর কাজ অব্যাহত রাখেন ফাখরিজাদেহ। ফাখরিজাদেহই একমাত্র ইরানি বিজ্ঞানী, যাঁর নাম ২০১৫ সালে ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে আন্তর্জাতিক আইএইএ দেওয়া চূড়ান্ত মূল্যায়ন পত্রে উল্লেখ আছে। ২০১১ সালের আইএইএর প্রতিবেদনে তাঁকে আমেদ পরিকল্পনার ‘কার্যনির্বাহী কর্মকর্তা’ হিসেবে উল্লেখ করা হয়। এ ছাড়া ইসরায়েল তাঁকে বরাবরই ইরানের গোপন পারমাণবিক কর্মসূচির মূল হোতা হিসেবে উল্লেখ করে আসছে। ফাখরিজাদেহ নিহত হওয়ার পর তাঁকে শুধু দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের রিসার্চ অ্যান্ড ইনোভেশন অর্গানাইজেশনের প্রধান হিসেবে উল্লেখ করে ইরান।  সূত্র : বিবিসি, রয়টার্স।

মন্তব্যসাতদিনের সেরা