নতুন কৃষি সংস্কার বিল বাতিলের দাবিতে ভারতের পাঞ্জাব থেকে হাজারো কৃষক রাজধানী দিল্লি অভিমুখে যাত্রা করেছেন। তাঁদের দাবি, নতুন ওই বিলগুলো তাঁদের স্বার্থবিরোধী। পাঞ্জাব থেকে যাত্রা শুরুর পর বৃহস্পতিবার প্রতিবেশী হরিয়ানা রাজ্যে পৌঁছে পুলিশি বাধার মুখে পড়েন কৃষকরা। বৃহস্পতিবার রাত ৯টার দিকে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। কৃষকরা পুলিশকে ব্যারিকেড সরিয়ে নিতে অনুরোধ করে। অন্যদিকে পুলিশ কৃষকদের চলে যেতে বলে। কিন্তু কৃষকরা পিছিয়ে যেতে রাজি নন, যা নিয়ে দুই পক্ষের মধ্যে বাগবিতণ্ডার পর শুরু হয় ধাক্কাধাক্কি। রাত ১১টার দিকে হরিয়ানার সোনপতে প্রবল ঠাণ্ডার মধ্যে পুলিশ কৃষকদের বিরুদ্ধে জলকামান ব্যবহার করে। গতকালও এই বিক্ষোভ চলছিল। পরে দিল্লিতে ঢোকার অনুমতি মিললেও উত্তেজনা অব্যাহত ছিল। সূত্র : আনন্দবাজার।
মন্তব্য