kalerkantho

শনিবার। ২ মাঘ ১৪২৭। ১৬ জানুয়ারি ২০২১। ২ জমাদিউস সানি ১৪৪২

সংক্ষিপ্ত

করোনার টিকা নেবেন না বলসোনারো

কালের কণ্ঠ ডেস্ক   

২৮ নভেম্বর, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেকরোনার টিকা নেবেন না বলসোনারো

করোনাভাইরাসের টিকার অপেক্ষায় দিন গুনছে সারা বিশ্ব। ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যার দিক থেকে বিশ্বে দ্বিতীয় স্থানে থাকা ব্রাজিলেও চলছে টিকা অনুমোদনের প্রস্তুতি। কিন্তু দেশটির প্রেসিডেন্ট জাইর বলসোনারো সাফ জানিয়ে দিয়েছেন, নিজ সরকারের অনুমোদন মিললেও করোনার টিকা গ্রহণ করবেন না তিনি। এটি না নেওয়ার অধিকার তাঁর আছে। গত বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা এক ভিডিও বার্তায় এ কথা বলেন তিনি।

বলসোনারো বলেন, ‘আমি আপনাদের জানিয়ে দিলাম যে আমি টিকা নেব না। এটি আমার অধিকার। ব্রাজিলের স্বাস্থ্য নিয়ন্ত্রক কর্তৃপক্ষের অনুমোদন পাওয়া মাত্রই সরকার দ্রুত এটি কেনার এবং যাদের দরকার তাদের মধ্যে বিতরণের ব্যবস্থা করবে। কিন্তু আমি নিশ্চিত যে ব্রাজিলের পার্লামেন্ট এটি গ্রহণ করাকে বাধ্যতামূলক করবে না।’

এবারই প্রথম নয়, করোনা পরিস্থিতির শুরু থেকেই ভাইরাসটি নিয়ে নানা ধরনের বিতর্কিত মন্তব্য করে সমালোচিত হচ্ছেন বলসোনারো। তিনি নিজেও গত জুলাইয়ে করোনা আক্রান্ত হন। এ ছাড়া গত কয়েক মাসে তাঁর মন্ত্রিসভার অর্ধেকেরও বেশি সদস্যের করোনা শনাক্ত হয়েছে। সূত্র : এএফপি।

মন্তব্য