যুক্তরাষ্ট্রের নির্বাচনের পর গত বৃহস্পতিবার প্রথমবারের মতো সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্বাভাবিকভাবেই সাংবাদিকদের আগ্রহ ছিল, ফল মানা-না মানা নিয়ে প্রেসিডেন্টের অবস্থান জানার দিকে। এমন প্রশ্নোত্তরের একপর্যায়ে মেজাজ হারান ট্রাম্প। তর্জনী তুলে এক সাংবাদিকের উদ্দেশে বলেন, ‘আমার সঙ্গে এভাবে কথা বলবেন না। আমি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। প্রেসিডেন্টের সঙ্গে এভাবে কথা বলা যায় না।’ ছবি : এএফপি
মন্তব্য