kalerkantho

সোমবার। ৪ মাঘ ১৪২৭। ১৮ জানুয়ারি ২০২১। ৪ জমাদিউস সানি ১৪৪২

সংক্ষিপ্ত

নিউজিল্যান্ডে আটকে পড়া ১০০ তিমি ও ডলফিনের মৃত্যু

কালের কণ্ঠ ডেস্ক   

২৭ নভেম্বর, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেনিউজিল্যান্ডের চ্যাথাম দ্বীপপুঞ্জের সৈকতে আটকে পড়া ৯৭টি তিমি ও তিনটি ডলফিনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন দেশটির কর্মকর্তারা। চ্যাথাম দ্বীপপুঞ্জ নিউজিল্যান্ডের পূর্ব উপকূল থেকে প্রায় ৮০০ কিলোমিটার দূরে অবস্থিত। তিমি ও ডলফিনগুলোর বেশির ভাগই কয়েক দিন আগে আটকে পড়লেও দুর্গম ওই দ্বীপপুঞ্জে যেতে সময় লাগায় উদ্ধার তৎপরতা ব্যাহত হয় বলে। গত বুধবার নিউজিল্যান্ডের ডিপার্টমেন্ট অব কনজারভেশন (ডিওসি) ৯৭টি পাইলট তিমি ও তিনটি ডলফিনের মৃত্যুর খবর নিশ্চিত করে। কর্মকর্তারা জানান, তাঁরা রবিবার এই তিমি ও ডলফিনগুলোর আটকে পড়ার খবর পেয়েছিলেন।

সূত্র : রয়টার্স।

 

মন্তব্য