‘বিশৃঙ্খল পরিস্থিতি’ থেকে হংকংকে ছন্দে ফেরানোর অঙ্গীকার করেছেন প্রধান নির্বাহী ক্যারি লাম। গত বুধবার আইনসভায় দেওয়া বার্ষিক নীতিনির্ধারণী ভাষণে তিনি এ অঙ্গীকার করেন।
গুরুত্বপূর্ণ এ ভাষণটি গত এক মাসের বেশি সময় ধরে স্থগিত রাখা হয়েছিল। চীনের কেন্দ্রীয় সরকারের সঙ্গে আলোচনার মাধ্যমে হংকংয়ের প্রশাসনিক পরিকল্পনার রূপরেখা নির্ধারণে এ সময় লাগে।
সাবেক ব্রিটিশ উপনিবেশ ও আধাস্বায়ত্তশাসিত হংকং ১৯৯৭ সালে চীনের অধীনে ফেরার পর ‘এক দেশ দুই নীতি’তে পরিচালিত। তবে চীনের বিরুদ্ধে ‘অধিক খবরদারি’র অভিযোগ তুলে গত বছর রাস্তায় নামে হংকংবাসী। গত জুন থেকে কার্যকর করা হয়েছে কঠোর নিরাপত্তা আইন। এর জেরে গণতন্ত্রপন্থীদের মধ্যে অসন্তোষ আরো বেড়েছে। ক্যারি লাম বলেন, ‘বিশৃঙ্খল অবস্থা থেকে হংকংয়ে সাংবিধানিক রীতিতে এবং রাজনৈতিক ব্যবস্থায় ফেরানো আমাদের জরুরি অগ্রাধিকারের অন্যতম।’ তবে এদিন আইনসভায় বিরোধীদলীয় কেউ উপস্থিত ছিলেন না। সূত্র : এএফপি।
মন্তব্য