kalerkantho

বৃহস্পতিবার । ১৪ মাঘ ১৪২৭। ২৮ জানুয়ারি ২০২১। ১৪ জমাদিউস সানি ১৪৪২

সংক্ষিপ্ত

পরপারে গগৈ

কালের কণ্ঠ ডেস্ক   

২৪ নভেম্বর, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেপরপারে গগৈ

ভারতের আসাম রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী এবং কংগ্রেস নেতা তরুণ গগৈ গতকাল সোমবার মারা গেছেন। শ্বাসকষ্ট নিয়ে গত ২ নভেম্বর থেকে গুয়াহাটি মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি গগৈ। সোমবার হাসপাতাল সূত্রে জানানো হয়, সাবেক মুখ্যমন্ত্রীর শারীরিক অবস্থা অত্যন্ত সংকটজনক। পরে তাঁর মৃত্যুর খবর আসে। গত ২৫ আগস্ট কভিডে আক্রান্ত হয়েছিলেন গগৈ। প্রায় দুই মাস হাসপাতালে ভর্তি থাকার পর গত ২৫ অক্টোবর ছাড়া পান, কিন্তু গত ২ নভেম্বর ফের হাসপাতালে ভর্তি করাতে হয় তাঁকে। তাঁর বেশ কিছু অঙ্গ-প্রত্যঙ্গ কাজ না করায় ভেন্টিলেশন সাপোর্টে রাখা হয়। গতকাল সকালেই হাসপাতালে যান রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তিনি সাংবাদিকদের বলেন, ‘সাবেক মুখ্যমন্ত্রীর শারীরিক অবস্থার অবনতি হয়েছে। তাঁকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। তাঁর জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করছি।’ সূত্র : টাইমস অব ইন্ডিয়া।

মন্তব্যসাতদিনের সেরা