kalerkantho

শুক্রবার । ১২ অগ্রহায়ণ ১৪২৭। ২৭ নভেম্বর ২০২০। ১১ রবিউস সানি ১৪৪২

প্রসিডেন্টের টুইটার অ্যাকাউন্ট

বাইডেনের হাতে যাবে অভিষেকের দিন

কালের কণ্ঠ ডেস্ক   

২২ নভেম্বর, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেজো বাইডেনের অভিষেকের দিন অর্থাৎ ২০ জানুয়ারি মার্কিন প্রেসিডেন্টের অফিশিয়াল টুইটার অ্যাকাউন্ট তাঁর হাতে তুলে দেওয়া হবে। ট্রাম্প যা-ই বলুন, টুইটার এক বিবৃতিতে স্পষ্ট জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্টের অ্যাকাউন্ট বাইডেনের হাতেই যাচ্ছে। শুধু প্রেসিডেন্টের অ্যাকাউন্ট নয়, ভাইস প্রেসিডেন্ট, হোয়াইট হাউসসহ একাধিক টুইটার অ্যাকাউন্ট নবনির্বাচিত নির্দিষ্ট ব্যক্তিদের হাতেই তুলে দেওয়া হবে বলে জানিয়েছে টুইটার।

টুইটারের মুখপাত্র জানিয়েছেন, ‘টুইটার হোয়াইট হাউসের শাসক পরিবর্তনের সময় যাতে কোনো অসুবিধা না হয়, সেই বিষয়ে খেয়াল রাখবে। ২০২১ সালের ২০ জানুয়ারি টুইটার অ্যাকাউন্টগুলো নতুন প্রশাসনের হাতে তুলে দেওয়া হবে। যেভাবে ২০১৭ সালে করা হয়েছিল, ঠিক সেভাবে এবারও করা হবে।’ পাশাপাশি টুইটার এটিও জানিয়ে দিয়েছে যে যদি ট্রাম্প এ নির্বাচনের ফল না মানেন, তাহলেও অ্যাকাউন্ট ট্রান্সফার করে দেওয়া হবে। যদিও এখনো ট্রাম্পের থামার কোনো লক্ষণ নেই। ভোটে হেরেও তিনি ক্রমাগত ভোটে জিতেছেন বলে দাবি করে চলেছেন। সূত্র : সিএনএন।

মন্তব্যসাতদিনের সেরা