kalerkantho

শুক্রবার । ১২ অগ্রহায়ণ ১৪২৭। ২৭ নভেম্বর ২০২০। ১১ রবিউস সানি ১৪৪২

সংক্ষিপ্ত

ট্রাম্পের বড় ছেলে করোনা ‘পজিটিভ’

কালের কণ্ঠ ডেস্ক   

২২ নভেম্বর, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেট্রাম্পের বড় ছেলে করোনা ‘পজিটিভ’

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বড় ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়র করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এই নিয়ে ট্রাম্পের পরিবারের তৃতীয় ব্যক্তি করোনায় আক্রান্ত হলেন। এর আগে গত মাসের শুরুর দিকে প্রেসিডেন্ট ট্রাম্প নিজে, ফার্স্ট লেডি মেলানিয়া এবং এই দম্পতির ছেলে ব্যারন ট্রাম্প (১২) করোনাভাইরাসে আক্রান্ত হন। তাঁরা দ্রুতই সুস্থ হয়ে ওঠেন। এই সপ্তাহেই ৪২ বছরের ডোনাল্ড জুনিয়রের চিকিৎসা শুরু হয়েছে। পরীক্ষার ফলাফল ‘পজিটিভ’ আসার পরপরই তিনি নিজ বাড়িতে কোয়ারেন্টিনে চলে যান। তাঁর মুখপাত্র বলেন, ‘এখন পর্যন্ত তাঁর শরীরে রোগের কোনো লক্ষণ দেখা দেয়নি। তিনি কভিড-১৯ দিকনির্দেশনায় আক্রান্ত হলে যা যা করতে হবে তার সবই মেনে চলছেন। বাবার নির্বাচনী প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন ডোনাল্ড জুনিয়র। তাঁর বান্ধবী ফক্স নিউজের সাবেক অনুষ্ঠান সঞ্চালক কিমবেরলি গুইলফোইলে গত জুলাইয়ে এই রোগে আক্রান্ত হয়েছিলেন এবং সুস্থ হয়ে ওঠেন। সূত্র : বিবিসি।

মন্তব্যসাতদিনের সেরা