kalerkantho

রবিবার । ১৪ অগ্রহায়ণ ১৪২৭। ২৯ নভেম্বর ২০২০। ১৩ রবিউস সানি ১৪৪২

সংক্ষিপ্ত

তিব্বতি বৌদ্ধ ধর্মকে ‘চীনাকরণের’ চেষ্টা!

কালের কণ্ঠ ডেস্ক   

১ নভেম্বর, ২০২০ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেতিব্বতি বৌদ্ধ ধর্মকে চীনের সংস্কৃতি ও ভাবধারার সঙ্গে ধাপে ধাপে খাপ খাইয়ে নেওয়ার লক্ষ্য নির্ধারণ করেছে বেইজিং। তিব্বতের ওপর নিয়ন্ত্রণ বাড়ানোর জন্য আরো একটি পদক্ষেপ এটি। মিডিয়া রিপোর্ট বলছে, চীনের এমন কাজ বৌদ্ধ ধর্মের বিশ্বাসকে পরিবর্তন করবে।  আগস্ট মাসে বেইজিংয়ে অনুষ্ঠিত হয় তিব্বতির কর্মের ওপর কেন্দ্রীয় সিম্পোজিয়াম। এতে চীনা প্রেসিডেন্ট শি চিনপিং বলেছিলেন, তিব্বতের বৌদ্ধ ধর্মকে (চীন) সমাজতান্ত্রিক সমাজের সঙ্গে খাপ খাইয়ে নিতে হবে। চীনের মতো উন্নত করা উচিত। তাইওয়ান নিউজে লেখা এক নিবন্ধে এমন তথ্য জানিয়েছেন তেনজিন সাংমো। সাংমো তাঁর নিবন্ধে উল্লেখ করেছেন, এক বছর আগে গণপ্রজাতন্ত্রী চীনের (পিআরসি) ৭০তম বার্ষিকীতে চিনপিং বলেছিলেন, কোনো শক্তিই চীনা জনগণ ও জাতিকে এগিয়ে যাওয়ার পথে আটকাতে পারে না। তবে ৭১তম বার্ষিকীতে বিশ্বে অনেক কিছু পরিবর্তিত হয়েছে। অভ্যন্তরীণ ও বাহ্যিক শক্তি রয়েছে, যা চীনকে এগিয়ে যাওয়ার পথে বাধা সৃষ্টি করতে পারে। আর বৌদ্ধ ধর্ম এর মধ্যে অন্যতম হতে পারে। এটা পরিষ্কার যে চীনা কমিউনিস্ট পার্টি (সিসিপি) তিব্বতীয় বৌদ্ধ ধর্মকে হুমকি মনে করে।

সূত্র : এএনআই।

মন্তব্যসাতদিনের সেরা