kalerkantho

শুক্রবার । ১২ অগ্রহায়ণ ১৪২৭। ২৭ নভেম্বর ২০২০। ১১ রবিউস সানি ১৪৪২

‘পুলওয়ামা হামলায় পাকিস্তান’

কালের কণ্ঠ ডেস্ক   

৩০ অক্টোবর, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেপুলওয়ামা হামলার পেছনে পাকিস্তানের ষড়যন্ত্র থাকার কথা স্বীকার করে নিলেন দেশটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক মন্ত্রী ফাওয়াদ চৌধুরী। গতকাল বৃহস্পতিবার পাকিস্তানের ন্যাশনাল অ্যাসেম্বলিতে দাঁড়িয়ে তিনি বলেন, ‘আমরা ভারতে ঢুকে ওঁদের মেরে এসেছি। পুলওয়ামার ঘটনায় আমাদের সাফল্য ইমরান খানের নেতৃত্বে জনগণের সাফল্য। আপনারা এবং আমরা সবাই তার শরিক।’

ফাওয়াদের এই বক্তব্যের পরই সংসদ ভবনজুড়ে হৈচৈ পড়ে যায়। বাধ্য হয়ে বক্তব্য বদলে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন মন্ত্রী। বলেন, ‘পুলওয়ামার ঘটনার পর আমরা যখন ভারতে ঢুকে ওঁদের আক্রমণ করেছিলাম...।’ সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস।

 

মন্তব্যসাতদিনের সেরা