kalerkantho

শনিবার । ১৩ অগ্রহায়ণ ১৪২৭। ২৮ নভেম্বর ২০২০। ১২ রবিউস সানি ১৪৪২

‘ট্রাম্প লড়াকু, দেশকে ভালোবাসেন’

কালের কণ্ঠ ডেস্ক   

২৯ অক্টোবর, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটে‘ট্রাম্প লড়াকু, দেশকে ভালোবাসেন’

স্বামী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্য ভোট চাইতে এককভাবে নির্বাচনী প্রচারে নেমেছেন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। এ সময় তিনি স্বামীর ভূয়সী প্রশংসা করে বলেন, ট্রাম্প একজন লড়াকু মানুষ।

গত সপ্তাহেই ট্রাম্পের সঙ্গে নির্বাচনী প্রচারে নামার কথা ছিল মেলানিয়ার। তবে করোনামুক্ত হওয়ার পরও কাশি থেকে যাওয়ায় সে সময় তাঁর প্রচার কর্মসূচি বাতিল করা হয়। সুস্থ হওয়ার পর প্রথমবারের মতো মঙ্গলবার পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে নির্বাচনী প্রচারে নামেন তিনি। অঙ্গরাজ্যটিকে ভোটের ফল নির্ধারণে গুরুত্বপূর্ণ বিবেচনা করা হয়। মেলানিয়া বলেন, ‘ডোনাল্ড একজন লড়াকু। তিনি এই দেশকে ভালোবাসেন। আপনাদের জন্য তিনি প্রতিদিন লড়ছেন।’

মার্কিন ফার্স্ট লেডি আরো বলেন, ‘আমাদের পরিবারে করোনা শনাক্ত হওয়ার পর আপনারা যে ভালোবাসা দেখিয়েছেন, সমর্থন জুগিয়েছেন, তার জন্য সবাইকে ধন্যবাদ। আমরা এখন আগের চেয়ে অনেক ভালো অনুভব করছি।’ আমেরিকান চেতনাকে কভিড-১৯-এর চেয়ে শক্তিশালী উল্লেখ করে এই ভাইরাসের বিরুদ্ধে জয়লাভের আশা প্রকাশ করেন মেলানিয়া। সূত্র : এএফপি।

 

 

মন্তব্যসাতদিনের সেরা