kalerkantho

শনিবার । ১৩ অগ্রহায়ণ ১৪২৭। ২৮ নভেম্বর ২০২০। ১২ রবিউস সানি ১৪৪২

দ্বিতীয় ঢেউ পাকিস্তানে

কালের কণ্ঠ ডেস্ক   

২৯ অক্টোবর, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেদ্বিতীয় ঢেউ পাকিস্তানে

দক্ষিণ এশিয়ার দেশ পাকিস্তানে করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউ শুরু হয়েছে। দেশটির প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ফয়সাল সুলতানের বরাতে গতকাল দেশটির ইংরেজি দৈনিক ডন এ তথ্য জানিয়েছে। অবশ্য প্রতিবেশী ভারতে সংক্রমণ বেশ কমতে শুরু করেছে। দৈনিক সংক্রমণ ৮০-৯০ হাজার থেকে কমে অর্ধেক হয়েছে।

পাকিস্তানে মঙ্গলবার গণমাধ্যমকর্মীদের সঙ্গে এক আলোচনায় ফয়সাল সুলতান বলেন, দিন যতই গড়াচ্ছে, পাকিস্তানে ততই করোনা সংক্রমণ বাড়ছে। কয়েক দিন আগে দৈনিক সংক্রমণের সংখ্যা ৪০০ থেকে ৫০০ ছিল। এখন তা ৭০০ থেকে ৭৫০ হচ্ছে। পাশাপাশি বাড়ছে মৃত্যুর হারও। পরীক্ষার তুলনায় শনাক্তের সংখ্যা আগে ছিল ২ শতাংশের কম। এখন এটি ৩ শতাংশের কাছাকাছি।

বিশ্ব পরিস্থিতি

বৈশ্বিক পরিসংখ্যান ভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের হিসাবে, গতকাল পর্যন্ত বিশ্বের ২১৪টি দেশ-অঞ্চলে আক্রান্তের সংখ্যা চার কোটি ৪৬ লাখে পৌঁছেছে। এ সময় সুস্থ হয়েছে তিন কোটি ২৭ লাখ রোগী আর প্রাণহানি হয়েছে ১১ লাখ ৭৭ হাজার মানুষের। সূত্র : এএফপি।

মন্তব্যসাতদিনের সেরা