kalerkantho

সোমবার । ৮ অগ্রহায়ণ ১৪২৭। ২৩ নভেম্বর ২০২০। ৭ রবিউস সানি ১৪৪২

বিতর্কিত কার্টুনের নিন্দা সৌদির

কালের কণ্ঠ ডেস্ক   

২৮ অক্টোবর, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেমহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে আপত্তিকর কার্টুন ও সন্ত্রাসের সঙ্গে ইসলামকে জড়ানোর যেকোনো উদ্যোগের নিন্দা করেছে সৌদি আরব। গতকাল মঙ্গলবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তার দেওয়া এবিষয়ক বিবৃতি দেশটির রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম প্রকাশ করেছে। তবে এতে অন্য কয়েকটি মুসলিম দেশের মতো ফ্রান্সের পণ্য বর্জনের ডাক দেওয়া হয়নি বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। ফ্রান্সে ইতিহাসের এক শিক্ষক ক্লাসে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর কার্টুন দেখানোর কারণে হত্যাকাণ্ডের শিকার হওয়ার ঘটনায় ফ্রান্সজুড়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া হয়। দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ দেশের ধর্মনিরপেক্ষ মূল্যবোধ সমুন্নত রাখা নিয়ে দৃঢ়কণ্ঠে কথা বলেন। সূত্র : রয়টার্স।

মন্তব্য