kalerkantho

সোমবার । ৮ অগ্রহায়ণ ১৪২৭। ২৩ নভেম্বর ২০২০। ৭ রবিউস সানি ১৪৪২

বাবার জন্য চাঁদা

কালের কণ্ঠ ডেস্ক   

২৮ অক্টোবর, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেবাবার জন্য চাঁদা

হোয়াইট হাউসের বিশেষ উপদেষ্টা এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মেয়ে ইভানকা নির্বাচনের একেবারে শেষ সময়ে এসে বাবার জন্য তহবিল সংগ্রহে নেমেছেন। গত রবিবার দুপুরে ওয়াশিংটনের এক দামি রেস্তরাঁয় চাঁদা তোলার জন্য বিশেষ মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন বিত্তবান ১৫ জন অতিথি। মধ্যাহ্নভোজে যোগ দেওয়ার শর্ত ছিল, সবাইকে এক লাখ ডলার করে দিতে হবে।

জানা গেছে, সব অতিথিরই কভিড-১৯ পরীক্ষা করা হয়। যদিও অনুষ্ঠানে কারো মুখেই মাস্ক দেখা যায়নি। গত আগস্টে ইভানকা ও জারেড কুশনার দম্পতি ট্রাম্পের নির্বাচনী তহবিলের জন্য বড় ধরনের চাঁদা সংগ্রহ করে। বাজারে চাউর রয়েছে, তহবিলে ঘাটতির মধ্যে রয়েছেন ট্রাম্প। শেষ মুহূর্তে ইভানকার এই ব্যতিক্রমী উদ্যোগ সে গুজবের সত্যতাই প্রমাণ করে। এত ঘটা করে এই সময় নির্বাচনী চাঁদা তুলতে দেখা যায় না। সূত্র : এনবিসি।

মন্তব্য