kalerkantho

মঙ্গলবার । ১৬ অগ্রহায়ণ ১৪২৭। ১ ডিসেম্বর ২০২০। ১৫ রবিউস সানি ১৪৪২

সংক্ষিপ্ত

নওয়াজকে ক্ষমতায় এনে ইমরানকে জেলে পাঠাতে চান মরিয়ম

কালের কণ্ঠ ডেস্ক   

২৭ অক্টোবর, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেপাকিস্তান মুসলিম লীগ-নওয়াজের (পিএমএল-এন) ভাইস প্রেসিডেন্ট মরিয়ম নওয়াজ প্রতিশ্রুতি দিয়েছেন, নওয়াজ শরিফকে আবারও ক্ষমতায় ফিরিয়ে এনে সে দেশের প্রধানমন্ত্রী ইমরান খানকে কারাগারে পাঠাবেন। করাচিতে সরকারবিরোধী বিক্ষোভ সমাবেশ থেকে ইমরানকে উদ্দেশ করে মরিয়ম বলেন, ‘আপনি এরই মধ্যে ভয় পেয়ে গেছেন। আপনার প্রতিটি কথায় ভয় প্রকাশ পেয়েছে, আপনার প্রতিটি পদক্ষেপে তা প্রকাশ পেয়েছে এবং লোকজন চায় আপনার মুখে সেই ভয় ফুটে উঠুক।’ মরিয়ম আরো বলেন, ‘আপনি যদি না জানেন যে কিভাবে অনুগ্রহ দেখাতে হয় এবং এ ব্যাপারে আপনাকে শেখানোর মতো কেউ যদি না থাকে, নওয়াজ শরিফের কাছ থেকে শিক্ষা নেওয়া উচিত ছিল আপনার।’ মরিয়ম আরো বলেন, ফেডারেল তদন্ত সংস্থা, ফেডারেল রাজস্ব বোর্ড নিজের নিয়ন্ত্রণে নিয়েছেন ইমরান খান। তিনি দাবি করেছেন, জনগণের কাছে প্রধানমন্ত্রীর বলা উচিত, জনগণের কর্মসংস্থান কেন চুরি করলেন? সূত্র : ইকোনমিক টাইমস।

 

মন্তব্যসাতদিনের সেরা