kalerkantho

মঙ্গলবার । ১৬ অগ্রহায়ণ ১৪২৭। ১ ডিসেম্বর ২০২০। ১৫ রবিউস সানি ১৪৪২

আটকে পড়া ৬ লাখ বাসিন্দাকে সরিয়ে নিল জম্মু-কাশ্মীর

কালের কণ্ঠ ডেস্ক   

২৬ অক্টোবর, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেকরোনাভাইরাস ছড়িয়ে যাওয়ার জেরে লকডাউনের মধ্যে ভারতের বিভিন্ন প্রান্তে আটকে পড়া বাসিন্দাদের সরিয়ে নিয়েছে জম্মু-কাশ্মীর সরকার। করোনা বিধি মেনে বিশেষ ট্রেন ও বাসে করে লক্ষ্মণপুর হয়ে জম্মু-কাশ্মীরের বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়। জানা গেছে, জম্মু-কাশ্মীর সরকার ছয় লাখ ১৯ হাজার ১১৭ জন বাসিন্দাকে বিভিন্ন অঞ্চল থেকে সরিয়ে নিয়েছে। এ জন্য ভারতের বিভিন্ন স্থান থেকে জম্মু ও উধামপুর রেলওয়ে স্টেশনে ১১৫টি বিশেষ ট্রেন ব্যবহার করা হয়। প্রসঙ্গত, ভারতে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে ৭৮ লাখ ৬৪ হাজার ৮১১ জন এবং মারা গেছে এক লাখ ১৮ হাজার ৫৬৭ জন। বিশ্বে করোনায় ক্ষতিগ্রস্ত দেশগুলোর মধ্যে ভারত এখন দ্বিতীয় অবস্থানে রয়েছে।

সূত্র : ইন্ডিয়া ব্লুমস।

মন্তব্যসাতদিনের সেরা