kalerkantho

বুধবার । ১০ অগ্রহায়ণ ১৪২৭। ২৫ নভেম্বর ২০২০। ৯ রবিউস সানি ১৪৪২

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন ২০২০

‘ট্রাম্প নামের এক ব্যক্তিকে ভোট দিয়েছি’

কালের কণ্ঠ ডেস্ক   

২৬ অক্টোবর, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেমার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত শনিবার ফ্লোরিডার পাম বিচ কাউন্টির পাবলিক লাইব্রেরিতে আগাম ভোট দেন। ভোট দেওয়ার পর বাইরে অপেক্ষমাণ সাংবাদিকের এক প্রশ্নের জবাবে তিনি হেসে বলেন, ‘ট্রাম্প নামের এক ব্যক্তিকে ভোট দিয়েছি।’ করোনাভাইরাসের কারণে যুক্তরাষ্ট্রে এবার আগাম ভোটের হিড়িক পড়েছে। ডাকযোগে অথবা ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে গত শুক্রবার পর্যন্ত আগাম ভোট দিয়েছেন সাড়ে পাঁচ কোটি মার্কিন নাগরিক। এ ধরনের ভোটের তীব্র সমালোচনা করলেও গত শনিবার সে পথেই হাঁটলেন ট্রাম্প নিজেও। ভোট দেওয়ার সময় অবশ্য ট্রাম্পের মুখে মাস্ক দেখা গেছে। যদিও সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় মাস্ক খুলে ফেলেন তিনি।

সূত্র : এএফপি।

মন্তব্যসাতদিনের সেরা