kalerkantho

মঙ্গলবার । ১৬ অগ্রহায়ণ ১৪২৭। ১ ডিসেম্বর ২০২০। ১৫ রবিউস সানি ১৪৪২

পোল্যান্ডের প্রেসিডেন্ট করোনায় আক্রান্ত

কালের কণ্ঠ ডেস্ক   

২৫ অক্টোবর, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেপোল্যান্ডের প্রেসিডেন্ট করোনায় আক্রান্ত

পোল্যান্ডের প্রেসিডেন্ট আন্দ্রেই দুদা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তিনি কোয়ারেন্টিনে আছেন এবং তাঁর শরীর ভালো আছে। গতকাল প্রেসিডেনশিয়াল মন্ত্রী ব্লাইজেই স্পাইচালস্কি এক টুইটে প্রেসিডেন্ট দুদার কভিড-১৯ পজিটিভ হওয়ার খবর জানান। তিনি লেখেন, ‘প্রেসিডেন্ট ভালো আছেন। তাঁর চিকিৎসার বিষয়ে আমরা সব সময় চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ রাখছি।’ ইউরোপের দেশগুলোতে নতুন করে করোনা সংক্রমণ উদ্বেগজনকভাবে বাড়তে শুরু করেছে। মহাদেশটি সংক্রমণের এই ঊর্ধ্বগতি রুখতে হিমশিম খাচ্ছে। গত বৃহস্পতিবার সেখানে এক দিনে দুই লাখের বেশি নতুন রোগী শনাক্ত হয়। সূত্র : রয়টার্স।

মন্তব্যসাতদিনের সেরা