kalerkantho

বৃহস্পতিবার । ১১ অগ্রহায়ণ ১৪২৭। ২৬ নভেম্বর ২০২০। ১০ রবিউস সানি ১৪৪২

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন ২০২০

আগাম ভোট চার কোটি ২০ লাখ

কালের কণ্ঠ ডেস্ক   

২৩ অক্টোবর, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেকরোনাভাইরাসের কারণে এবার যুক্তরাষ্ট্রে আগাম ভোটের হিড়িক পড়েছে। গত বুধবার পর্যন্ত চার কোটি ২০ লাখ ভোটার ভোট দিয়েছেন। ডাকযোগে অথবা ভোটকেন্দ্রে গিয়ে ভোটার ভোট দিচ্ছেন আরো বেশ কিছুদিন আগে থেকেই। এই সংখ্যা আট কোটি ছাড়াবে বলে ধারণা করা হচ্ছে। এখনো আরো বেশ কয়েক দিন এই আগাম ভোট চলবে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অবশ্য শুরু থেকেই আগাম ভোটের বিরুদ্ধে। তাঁর দাবি, আগাম ভোটের কারণে ভোট জালিয়াতির আশঙ্কা বাড়ছে। একই সঙ্গে এর জন্য ভোট গণনায়ও অতিরিক্ত সময়ের প্রয়োজন হবে। সূত্র : এএফপি। 

মন্তব্যসাতদিনের সেরা