kalerkantho

সোমবার । ৮ অগ্রহায়ণ ১৪২৭। ২৩ নভেম্বর ২০২০। ৭ রবিউস সানি ১৪৪২

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন ২০২০

‘বাণিজ্যযুদ্ধে ট্রাম্পের অর্জন সামান্যই’

কালের কণ্ঠ ডেস্ক   

২৩ অক্টোবর, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেওহাইওতে গত আগস্টে ওয়ার্লপুল কারখানা পরিদর্শনের সময় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দম্ভভরে বলেন, তাঁর বাণিজ্যনীতির ফলে এই কারখানায় ২০০ নতুন চাকরির সুযোগ তৈরি হয়েছে। তবে ওয়ার্লপুলের আবেদনের পরিপ্রেক্ষিতে চীনের গৃহস্থালি পণ্য ও উপকরণ আমদানিতে ট্যারিফের বোঝা চাপিয়ে তিনি আসলে আমেরিকার ভোক্তাদেরইও আঘাত করেছেন। কেননা ওয়াশিং মেশিন ও ড্রায়ারের দাম বেড়েছে।  বিশ্লেষকরা বলছেন, মার্কিন প্রেসিডেন্টের আগ্রাসী বাণিজ্যনীতির জেরে মোটা দাগে প্রভাব পড়েছে দ্বিমুখী। কানাডা ও মেক্সিকোর সঙ্গে ইউএসএমসিএর মতো দারুণ চুক্তি করা সম্ভব হয়েছে ঠিকই, তবে সার্বিক অর্থনীতি ও আমেরিকানদের দৈনন্দিন জীবনে পড়েছে বিরূপ প্রভাব। বাণিজ্য বিশেষজ্ঞ এডওয়ার্ড আলডেন বলেন, ‘কিছু সাফল্য অবশ্যই আছে, কিন্তু সার্বিকভাবে দেখলে দেখবেন, ট্রাম্প যখন দায়িত্ব নেন, সে সময়ের তুলনায় যুক্তরাষ্ট্র এখন খারাপ অবস্থায় আছে।’ সূত্র : এএফপি।

মন্তব্য