kalerkantho

সোমবার । ৮ অগ্রহায়ণ ১৪২৭। ২৩ নভেম্বর ২০২০। ৭ রবিউস সানি ১৪৪২

দ. কোরিয়ায় ফ্লুর টিকা নেওয়ার পর পাঁচজনের মৃত্যু

কালের কণ্ঠ ডেস্ক   

২২ অক্টোবর, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেদক্ষিণ কোরিয়ায় ফ্লুর টিকা নেওয়ার পর পাঁচজনের মৃত্যু হয়েছে। কয়েক দিন ধরে হওয়া এসব মৃত্যুর ঘটনা দেশটিতে ভাইরাস প্রতিষেধকের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়িয়েছে। কভিড-১৯ সংক্রান্ত জটিলতা কমাতে দক্ষিণ কোরিয়ায় এবার বিস্তৃত আকারে ফ্লুর টিকা প্রয়োগের পরিকল্পনা ছিল। কর্তৃপক্ষ জানিয়েছে, এ পাঁচজনের মৃত্যুর সঙ্গে ফ্লুর টিকার কোনো যোগসাজশ আছে বলে মনে করছে না তারা।  গতকাল দক্ষিণ কোরিয়ার সহকারী স্বাস্থ্যমন্ত্রী কিম গাং-লিপ বলেন, ‘এসংক্রান্ত সুস্পষ্ট বিবৃতি দেওয়া আমাদের জন্য কঠিন।’ দেশটিতে ফ্লুর টিকা নেওয়ার পর যে পাঁচজনের মৃত্যু হয়েছে তাদের মধ্যে ১৭ বছর বয়সী এক কিশোর এবং বয়স ৭০-এর ঘরে থাকা এক বৃদ্ধও আছেন। সূত্র: বিবিসি।

মন্তব্য