kalerkantho

সোমবার । ১৫ অগ্রহায়ণ ১৪২৭। ৩০ নভেম্বর ২০২০। ১৪ রবিউস সানি ১৪৪২

প্রচারে মেলানিয়া

কালের কণ্ঠ ডেস্ক   

২১ অক্টোবর, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেপ্রচারে মেলানিয়া

কয়েক মাসের বিরতির পর মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প তাঁর স্বামীর নির্বাচনী প্রচারে অংশ নিয়েছেন। গত মঙ্গলবার তাঁকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পেনসিলভানিয়ার এরিতে সমাবেশে যোগ দিতে দেখা যায়। শেষবার তাঁকে নির্বাচনসংক্রান্ত সভায় দেখা গেছে গত আগস্টে রিপাবলিকান পার্টির জাতীয় কনভেনশনে। এর মধ্যে তিনি অবশ্য করোনাভাইরাসেও ভুগেছেন। তবে গতকালের সমাবেশে কোনো বক্তব্য দেননি মেলানিয়া। নির্বাচনের মাত্র দুই সপ্তাহ হাতে রেখে মেলানিয়া প্রচারে নামলেও এরপর তাঁকে আর কোনো সমাবেশে দেখা যাবে কি না, তা নিশ্চিত নয়।

সূত্র : সিএনএন।

 

মন্তব্যসাতদিনের সেরা