kalerkantho

সোমবার । ১৫ অগ্রহায়ণ ১৪২৭। ৩০ নভেম্বর ২০২০। ১৪ রবিউস সানি ১৪৪২

সিনেটে আধিপত্য ধরে রাখাও বড় চ্যালেঞ্জ

কালের কণ্ঠ ডেস্ক   

২১ অক্টোবর, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেসিনেটে আধিপত্য ধরে রাখাও বড় চ্যালেঞ্জ

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্বভাব দোষে নিজের জন্য যে অনিশ্চয়তা তৈরি করেছেন, এর ভারে যেন নুয়ে পড়ছে তাঁর দলও।

৩৩টি নিয়মিত আসনের সঙ্গে দুটি বিশেষ আসন মিলিয়ে সিনেটের ৩৫টি আসনে এবার নির্বাচন হচ্ছে। এর মধ্যে ১০টি আসনে রিপাবলিকানদের প্রতি জনসমর্থন ক্রমেই কমছে এবং সেটার দায় চাপছে ট্রাম্পের নিম্নমুখী জনসমর্থনের ঘাড়ে। এ ছাড়া দুটি আসনে ডেমোক্র্যাটরা নিজেদের দখল বজায় রাখার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। ওই ১২ আসনের সবই ডেমোক্র্যাটদের হাতে চলে গেলে রিপাবলিকানরা সিনেটে সংখ্যাগরিষ্ঠতা হারাবে।

১০০ আসনের সিনেটে সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন ৫১ আসন। সেখানে রিপাবলিকানদের হাতে এখন আছে ৫৩ আসন। হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস থাকা ১২টি আসনে ডেমোক্র্যাটরা দখল নিশ্চিত করলে সিনেটে তাদের পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হবে।

কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভস বর্তমানে ডেমোক্র্যাটদের হাতেই আছে। এর সঙ্গে সিনেটের নিয়ন্ত্রণ যোগ হলে পরিস্থিতি আদতে ডেমোক্র্যাটদের অনুকূলেই থাকবে, প্রেসিডেন্ট যে দলেরই হোন না কেন। আর যদি প্রেসিডেন্ট পদেও ডেমোক্র্যাট নেতা জো বাইডেনের জয় নিশ্চিত হয়, তাহলে মার্কিন সরকার ডেমোক্র্যাট আধিপত্যের আরেকটি অধ্যায় দেখতে পাবে।

সূত্র : রয়টার্স।

মন্তব্যসাতদিনের সেরা