kalerkantho

সোমবার । ১৫ অগ্রহায়ণ ১৪২৭। ৩০ নভেম্বর ২০২০। ১৪ রবিউস সানি ১৪৪২

‘মাস্ক করোনা ঠেকায় না’

কালের কণ্ঠ ডেস্ক   

২০ অক্টোবর, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটে‘মাস্ক করোনা ঠেকায় না’ বলে একটি মন্তব্য গত রবিবার টুইট করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপদেষ্টা স্কট অ্যাটলাস। পরে অবশ্য টুইটার বাণীটির ভয়াবহতা উপলব্ধি করে টুইটটি সরিয়ে ফেলে। ওয়াশিংটন পোস্ট জানায়, ব্যক্তিজীবনেও কথাটি বিশ্বাস করেন অ্যাটলাস। আর এই কারণেই তিনি হোয়াইট হাউসের মধ্যে মাস্ক ছাড়াই ঘোরাফেরা করতেন। বিষয়টি নিয়ে পরে হোয়াইট হাউসেও যথেষ্ট আলোচনা হয়। ট্রাম্পের করোনাভাইরাস ব্যবস্থাপনার সাড়া প্রদানবিষয়ক সমন্বয়ক ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সের কাছে বিচার দেওয়া হয়। অ্যাটলাসকে প্রচারদল থেকে সরিয়ে দেওয়ার অনুরোধ জানানো হয়। তবে গত রবিবার ‘মাস্ক কি করোনা ঠেকায়? না’ লিখে তিনি একটি মন্তব্য টুইট করার পর টুইটার কর্তৃপক্ষ জানায়, কভিড-১৯ ইস্যুতে প্রতিষ্ঠানের অবস্থানের সঙ্গে অ্যাটলাসের এই মন্তব্য সামঞ্জস্যপূর্ণ নয়। এই তথ্য মিথ্যা এবং মানুষকে ভুল পথে পরিচালিত করতে পারে। সূত্র : গার্ডিয়ান।

মন্তব্যসাতদিনের সেরা