kalerkantho

সোমবার । ১৫ অগ্রহায়ণ ১৪২৭। ৩০ নভেম্বর ২০২০। ১৪ রবিউস সানি ১৪৪২

টুকিটাকি

‘আমার নাম...’

কালের কণ্ঠ ডেস্ক   

২০ অক্টোবর, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটে‘আমার নাম...’

ডেমোক্রেটিক পার্টির ভাইস প্রেসিডেন্ট প্রার্থী কমালা হ্যারিস ভারতীয় বংশোদ্ভূত। তাঁর নামে ভারতীয় ছাপ স্পষ্ট। এই ভারতীয় নাম নিয়ে রিপাবলিকান পার্টির নেতাদের ইচ্ছাকৃত উচ্চারণবিভ্রাট নতুন কিছু নয়। জো বাইডেন তাঁর রানিংমেটের নাম ঘোষণা করার পর থেকে বিষয়টি ঘটে চলেছে। সর্বশেষ ঘটে গত রবিবার। জর্জিয়ার রিপাবলিকান সিনেটর ওই দিন নির্বাচনী প্রচারের মঞ্চে দাঁড়িয়ে বলেন, ‘কাহ মাহ লাহ। কামালা-মালা-মালা...তাঁর নামের প্রকৃত উচ্চারণ কী? আমি জানি না।’ এর পর থেকে নতুন করে বিষয়টি নিয়ে সমালোচনা শুরু হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে কমালার এক সমর্থক হ্যাশট্যাগ যুক্ত করে লেখেন, ‘আমার নাম...’। এরপর বহু মানুষ শূন্যস্থানটিতে নিজের নাম বসিয়ে কমালার প্রতি সহানুভূতি প্রকাশ করে। সূত্র : এনডিটিভি।

মন্তব্যসাতদিনের সেরা