kalerkantho

সোমবার । ১০ কার্তিক ১৪২৭। ২৬ অক্টোবর ২০২০। ৮ রবিউল আউয়াল ১৪৪২

আগাম ভোটে রেকর্ড

কালের কণ্ঠ ডেস্ক   

১৮ অক্টোবর, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটে৩ নভেম্বর প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে যুক্তরাষ্ট্রে রেকর্ড পরিমাণ আগাম ভোট পড়েছে। গত শুক্রবার স্থানীয় সময় সকাল পর্যন্ত দুই কোটি ২০ লাখেরও বেশি মানুষ আগাম ভোট দেন। দুইভাবে এ ভোট নেওয়া হচ্ছে—ব্যক্তিগতভাবে ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে অথবা ডাকযোগে। ২০১৬ সালের নির্বাচনে এই ভোটের পরিমাণ ছিল ৬০ লাখ। মূলত করোনাভাইরাসের কারণে মানুষ ভোটের দিন কেন্দ্রে ভিড় না জমিয়ে আগাম ভোট দিচ্ছেন। আগাম ভোট শুরুর দিন থেকেই ভোটকেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। সূত্র : বিবিসি।

মন্তব্যসাতদিনের সেরা