kalerkantho

মঙ্গলবার । ১১ কার্তিক ১৪২৭। ২৭ অক্টোবর ২০২০। ৯ রবিউল আউয়াল ১৪৪২

ফের সংক্রমণ বাড়ছে ভারতে

কালের কণ্ঠ ডেস্ক   

২ অক্টোবর, ২০২০ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেফের সংক্রমণ বাড়ছে ভারতে

ভারতে দৈনিক করোনা সংক্রমণ একধাক্কায় ৭০ হাজারে নেমে যাওয়ার আশা জাগিয়েছিল। কিন্তু দুই দিন ধরে শনাক্তের সংখ্যা আবার বাড়ছে। বৃহস্পতিবার তা আবার ৮৬ হাজার পেরিয়েছে।

ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে সংক্রমিত হয়েছে ৮৬ হাজার ৮২১ জন। এটা গতকালের চেয়ে প্রায় ছয় হাজার বেশি। একই সময়ে যুক্তরাষ্ট্র ও ব্রাজিলে নতুন আক্রান্তের সংখ্যা যথাক্রমে ৪২ হাজার ৭৮৭ ও ৩৩ হাজার ৪১৩। দুই মাস ধরেই ওই দুটি দেশের তুলনায় ভারতে দৈনিক আক্রান্তের সংখ্যা অনেক বেশি।

আক্রান্তের নিরিখে যুক্তরাষ্ট্রের পরই আছে ভারত। প্রতিবেশী দেশটিতে গতকাল পর্যন্ত শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬৩ লাখ ১২ হাজার ৫৮৪; যেখান শীর্ষ আক্রান্ত দেশ যুক্তরাষ্ট্রে শনাক্তের সংখ্যা ৭২ লাখ ৩২ হাজার এবং তৃতীয় স্থানে থাকা ব্রাজিলে ৪৮ লাখ ১০ হাজার।

সংক্রমণ বাড়লেও ভারতে সুস্থ হওয়ার হার শুরু থেকেই আশাব্যঞ্জক। এখন পর্যন্ত সেখানে মোট ৫২ লাখ ৭৩ হাজার ২০১ জন করোনার কবল থেকে মুক্ত হয়েছে, যা গোটা বিশ্বের মধ্যে সর্বোচ্চ। দেশের মোট আক্রান্তের ৮৩ শতাংশই সুস্থ হয়ে উঠেছে।

মন্তব্য