kalerkantho

শুক্রবার । ৭ কার্তিক ১৪২৭। ২৩ অক্টোবর ২০২০। ৫ রবিউল আউয়াল ১৪৪২

সংক্ষিপ্ত
পাকিস্তানি সেনাদের গুম-অপহরণের প্রতিবাদ

জেনেভায় পশতুনদের বিক্ষোভ

কালের কণ্ঠ ডেস্ক   

৩০ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেইউরোপে কভিড-১৯ বিধি-নিষেধ সত্ত্বেও পশতুন তাহাফুজ মুভমেন্ট (পিটিএম) জেনেভায় জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের (ইউএনএইচআরসি) সদর দপ্তরের সামনে পাকিস্তান সেনাবাহিনীর মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদ ও নিন্দা জানিয়ে বিক্ষোভ করেছে। মানবাধিকার কাউন্সিলের ৪৫তম অধিবেশন চলাকালে এই বিক্ষোভ হয়। সিন্ধু, বেলুচ এবং পাকিস্তান অধিকৃত কাশ্মীরের অধিকারকর্মীরা পাকিস্তান সেনাবাহিনী এবং গোয়েন্দা সংস্থা আইএসআই ও সামরিক গোয়েন্দা সংস্থা কর্তৃক সংঘটিত নৃশংসতার বিরুদ্ধে সম্মিলিতভাবে পশতুনদের এই বিক্ষোভে যোগ দেয়। পাকিস্তান অধিকৃত কাশ্মীরের নির্বাসিত নেতা সরদার শওকত আলী কাশ্মীর তাঁর বক্তব্যে বলেন, ‘পাকিস্তানের গণতান্ত্রিক শক্তিগুলো রাষ্ট্র পরিচালিত বাহিনীর নৃশংসতার শিকার। বাহিনীগুলো পশতুন, বেলুচ, সিন্ধি এবং অন্যান্য নিপীড়িত লোককে বলপূর্বক গুম ও হত্যার মতো অপরাধের সঙ্গে যুক্ত।’ শওকত আরো বলেন, পাকিস্তান অধিকৃত কাশ্মীর এবং গিলগিট বালতিস্তানের পরিস্থিতি অত্যন্ত নাজুক। সেখানে মানুষকে ৫০ বছরেরও বেশি সময় ধরে বিনা বিচারে কারাগারে আটকে রাখা হচ্ছে। সিন্ধি মানবাধিকারকর্মী বাসির নাভেদ বলেন, ‘সিন্ধিরা বহু দশক ধরে সংগ্রাম করে আসছে। সিন্ধিদের নির্মূল করার অভিপ্রায় নিয়ে পাকিস্তানের অন্যান্য অংশের লোকেরা সিন্ধুতে বসতি স্থাপন করে চলেছে।’ নাভিদ বলেন, ‘বলপূর্বক নিখোঁজ হওয়ার প্রবণতা সিন্ধু থেকে শুরু হয়ে এখন বেলুচিস্তান ও খাইবারপাখতুনখোয়া পর্যন্ত সম্প্রসারিত হয়েছে। আইন নিরাপত্তা বাহিনীকে একজন ব্যক্তিকে ২৪ ঘণ্টার বেশি আটক রাখার অনুমতি দেয় না, ফলে এটা আইনের চরম লঙ্ঘন এবং জঘন্যতম অপরাধ।’ সূত্র : ইয়াহু নিউজ।

মন্তব্যসাতদিনের সেরা