kalerkantho

মঙ্গলবার । ৪ কার্তিক ১৪২৭। ২০ অক্টোবর ২০২০। ২ রবিউল আউয়াল ১৪৪২

সংক্ষিপ্ত
ভূখণ্ড দখল!

নেপালে চীনা দূতাবাসের সামনে বিক্ষোভ

কালের কণ্ঠ ডেস্ক   

২৯ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেচীন কর্তৃক নেপালের ভূখণ্ড দখলের প্রতিবাদে গত ২৩ সেপ্টেম্বর রাজধানী কাঠমাণ্ডুতে চীনা দূতাবাসের সামনে বিক্ষোভ করেছে একদল নেপালি নাগরিক। বেশ কিছুদিন ধরেই উত্তর নেপালে ঘাঁটি গেড়ে বসেছিল চীনা সেনারা। তখন ভারতের সঙ্গে সংঘাতে মেতে ছিল নেপাল সরকার। এরই মধ্যে নেপালের গুমলা জেলার লাপচা বাগর এলাকায় ৯টি অবকাঠামো বানিয়ে ফেলেছে চীনা সেনারা। বিষয়টি প্রকাশ্যে আসতেই বিক্ষোভে ফেটে পড়ে নেপালের সাধারণ মানুষ। তারা ‘ব্যাক অফ চায়না’ লেখা প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে বিক্ষোভে অংশ নেয়।

বিক্ষোভকারীদের অভিযোগ, অবৈধভাবে নেপালের মাটিতে ওই সব বাড়ি বানিয়েছে চীন। শুধু তা-ই নয়, ওই এলাকায় নেপালিদের ঢুকতেও দিচ্ছে না। ওই সব বাড়ি সরকারের অনুমতি ছাড়াই বানানো হয়েছে।

সূত্র : জি ফাইভ।

মন্তব্যসাতদিনের সেরা