kalerkantho

মঙ্গলবার । ৪ কার্তিক ১৪২৭। ২০ অক্টোবর ২০২০। ২ রবিউল আউয়াল ১৪৪২

করোনায় প্রাণহানি ২০ লাখ ছাড়ানোর শঙ্কা ডাব্লিউএইচওর

কালের কণ্ঠ ডেস্ক   

২৭ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেকরোনায় প্রাণহানি ২০ লাখ ছাড়ানোর শঙ্কা ডাব্লিউএইচওর

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডাব্লিউএইচও) সতর্ক করে বলেছে, করোনাভাইরাস মোকাবেলায় সম্মিলিত পদক্ষেপ গ্রহণ করা না হলে ভাইরাসটিতে বৈশ্বিক প্রাণহানি ২০ লাখ ছাড়িয়ে যেতে পারে। এরই মধ্যে এ ভাইরাসে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা ১০ লাখ ছুঁই ছুঁই। এদিকে যেকোনো দেশের উদ্ভাবিত টিকা নিরাপদ ও কার্যকর প্রমাণিত হলে তা বিশ্বের অন্য দেশের সঙ্গে ভাগাভাগি করার আহ্বান জানিয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী।

করোনায় প্রাণহানির সংখ্যা বেড়ে কত হতে পারে—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ডাব্লিউএইচওর জরুরি স্বাস্থ্য কর্মসূচির প্রধান মাইকেল রায়ান শুক্রবার বলেন, ‘১০ লাখ হচ্ছে একটি আতঙ্কজনক সংখ্যা এবং দ্বিতীয় ১০ লাখে পদার্পণ শুরু করার কথা বিবেচনা করার আগে বিষয়টি নিয়ে আমাদের ভাবা প্রয়োজন। এ সংখ্যা এড়াতে সম্মিলিতভাবে কিছু করতে আমরা প্রস্তুত কি না, সেটা নিয়ে আমাদেরকে ভাবতে হবে। আমরা যদি সম্মিলিত পদক্ষেপ গ্রহণ না করি, তাহলে দুঃখজনকভাবে এ সংখ্যা আরো বাড়বে।’

এদিকে জাতিসংঘের সাধারণ পরিষদের ভার্চুয়াল অধিবেশনে দেওয়া এক বার্তায় অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন শুক্রবার বলেন, ‘বিশ্বের কোনো একটি দেশ করোনা ভ্যাকসিন উদ্ভাবন করলে তা অবশ্যই অন্য দেশের সঙ্গে ভাগ করতে হবে।’

বিশ্ব পরিস্থিতি : ওয়ার্ল্ডোমিটারের হিসাবে, গতকাল পর্যন্ত বিশ্বজুড়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে তিন কোটি ৩০ লাখে। এর মধ্যে সেরে উঠেছে দুই কোটি ৪৪ লাখেরও বেশি রোগী। আর প্রাণহানি হয়েছে অন্তত ৯ লাখ ৯৮ হাজার মানুষের। সূত্র : এএফপি।

মন্তব্যসাতদিনের সেরা