kalerkantho

সোমবার । ১০ কার্তিক ১৪২৭। ২৬ অক্টোবর ২০২০। ৮ রবিউল আউয়াল ১৪৪২

সংক্ষিপ্ত

বাড়ছে নোবেলের অর্থমূল্য

স্ক্যান্ডিনেভিয়ান প্রতিনিধি   

২৫ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেবাড়ছে নোবেলের অর্থমূল্য

মর্যাদাসম্পন্ন নোবেল পুরস্কারের অর্থমূল্য বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নোবেল ফাউন্ডেশনের প্রধান লার্স হেইকেনস্টেইন সুইডেনের দৈনিক দগেন্স ইন্ডাস্ট্রির সঙ্গে এক সাক্ষাৎকারে গতকাল জানিয়েছেন, ২০২০ সাল থেকে নোবেল পুরস্কারের অর্থমূল্য আবারও বাড়ানো হবে। নোবেল ফাউন্ডেশনের বিদায়ি প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) লার্স হেইকেনস্টেইন বলেছেন, পুরস্কার বিজয়ে প্রাইজ মানির পরিমাণটাও গুরুত্ব পাওয়া উচিত। উল্লেখ্য, ২০১২ সালের ১১ জুন তৎকালীন মূল ১০ লাখ সুইডিশ ক্রোনারের প্রাইজ মানিকে ‘অর্থ-সঞ্চয়ী’ কর্মসূচির আওতায় ২০ শতাংশ কমিয়ে ৮ লাখ সুইডিশ ক্রোনার করা হয়েছিল এবং ২০১৭ সালে তা আবারও কিছুটা বাড়িয়ে ৯ লাখ করা হয়েছিল।  হেইকেনস্টেইনের এই ঘোষণার পর চলতি বছর থেকে নোবেল পুরস্কারের অর্থ পরিমাণ আবার ১০ লাখ ক্রোনারে ফিরে আসবে। বিভিন্ন সময়ে ‘বিশ্বের অর্থনৈতিক ওঠানামার’ সঙ্গে তাল মিলিয়ে নোবেল পুরস্কারের প্রাইজ মানির পরিমাণ ওঠানামা করলেও এখন থেকে তা সাধারণের ‘বেতন বাড়ার’ অনুপাতের সঙ্গে সংগতি রেখে বাড়বে বলেও জানান ফাউন্ডেশনের প্রধান।

মন্তব্যসাতদিনের সেরা