kalerkantho

বৃহস্পতিবার । ১৩ কার্তিক ১৪২৭। ২৯ অক্টোবর ২০২০। ১১ রবিউল আউয়াল ১৪৪২

ভারতীয় গণমাধ্যমের দাবি

হিজবুল মুজাহিদিন প্রধানের সঙ্গে আইএসআইয়ের প্রত্যক্ষ যোগ

কালের কণ্ঠ ডেস্ক   

২৪ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেসন্ত্রাসবাদ ইস্যুতে আন্তর্জাতিক অঙ্গনে ফের ধাক্কা খেল পাকিস্তান। জঙ্গি দমন বা সন্ত্রাস বন্ধে ফিন্যানশিয়াল অ্যাকশন টাস্কফোর্সের (এফএটিএফ) অ্যাকশন প্ল্যান বাস্তবায়নে পাকিস্তানের পারফরম্যান্স পর্যালোচনার জন্য উঠবে অক্টোবরে। এর আগেই সামনে এলো ভয়ংকর নথি। ওই নথির তথ্য মতে, হিজবুল মুজাহিদিনের নেতা সৈয়দ মুহাম্মদ ইউসুফ শাহর সঙ্গে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের গভীর যোগ রয়েছে; যিনি সৈয়দ সালাহউদ্দিন নামে বেশি পরিচিত।

শুধু গভীর যোগাযোগই নয়, এই জঙ্গি নেতাকে পাকিস্তান গোয়েন্দা বাহিনীতেও নিয়োগ দেওয়া হয়েছে বলে নথিতে বলা হয়েছে। ধারণা করা হয়, হিজবুল মুজাহিদিনকে ভারতে ভয়াবহ সন্ত্রাসবাদ ছড়িয়ে দেওয়ার কাজে ব্যবহার করে পাকিস্তান। গত ৫ সেপ্টেম্বর ভারতীয় সংবাদমাধ্যম নিউজ ১৮-এ প্রকাশিত এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

ভারতীয় গোয়েন্দা সূত্রের খবর, পাকিস্তানের গোয়েন্দা বিভাগে ‘অফিসার’ হিসেবে নিযুক্ত রয়েছেন সৈয়দ মুহাম্মদ ইউসুফ শাহ ওরফে সৈয়দ সালাহউদ্দিন। হিজবুল মুজাহিদিনের পাশাপাশি তিনি ইউনাইটেড জিহাদ কাউন্সিলেরও প্রধান।  সূত্র : নিউজ ১৮।

মন্তব্য