kalerkantho

বৃহস্পতিবার । ৬ কার্তিক ১৪২৭। ২২ অক্টোবর ২০২০। ৪ রবিউল আউয়াল ১৪৪২

নির্বাসন প্রত্যাহার চান কাশ্মীরি পণ্ডিতরা

কালের কণ্ঠ ডেস্ক   

২১ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেনির্বাসিত কাশ্মীরি পণ্ডিতরা নিজ ভূখণ্ডে প্রত্যাবর্তনের দাবি জানিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে জরুরি বৈঠকে বসার আহ্বান জানিয়েছেন। সম্প্রতি এক বিবৃতিতে তাঁরা এই দাবি জানান। দেশটির স্থানীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, সম্প্রতি হলোকাস্ট দিবসের আগে আগে কাশ্মীরি পণ্ডিতরা এক ওয়েবিনারে ওই অঞ্চলে হত্যার শিকার লোকজনকে স্মরণ করেন। কয়েকজন নিহতের পরিবারের সদস্যরা তাদের প্রিয়জনদের স্মরণ করতে ওয়েবিনারে উপস্থিত ছিল। ওয়েবিনারটিতে ভারতের জম্মু, দিল্লি, বেঙ্গালুরু, পুনে, কানাডা, কেপটাউন ও ইংল্যান্ডে বসবাসকারী কাশ্মীরি পণ্ডিতরা উপস্থিত ছিলেন। সূত্র : ইন্ডিয়া ব্লুমস।

 

মন্তব্যসাতদিনের সেরা