kalerkantho

মঙ্গলবার । ১১ কার্তিক ১৪২৭। ২৭ অক্টোবর ২০২০। ৯ রবিউল আউয়াল ১৪৪২

ইউরোপ নিয়ে সতর্ক করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা

কালের কণ্ঠ ডেস্ক   

১৯ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেইউরোপ নিয়ে সতর্ক করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা

ইউরোপে লকডাউন তুলে নেওয়ার পর থেকেই ভাইরাসের সংক্রমণের হার ফের বাড়ছে। ওই অঞ্চলের অর্ধেকের বেশি দেশে গত কয়েক সপ্তাহে করোনার সংক্রমণ বেড়েছে প্রায় ১০ শতাংশ। পরিস্থিতি রীতিমতো উদ্বেগজনক—এমনটাই জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডাব্লিউএইচও)। যুক্তরাজ্যসহ ইউরোপের কয়েকটি দেশ সীমিত সময়ের জন্য ফের কড়া লকডাউনের পথে যেতে পারে বলেও মনে করা হচ্ছে। এদিকে গত বৃহস্পতিবার বিশ্বজুড়ে এক দিনে রেকর্ড আক্রান্ত শনাক্ত হয়েছে।

ডাব্লিউএইচওর ইউরোপ অঞ্চলের পরিচালক হান্স ক্লুজ বলেছেন, খুবই বিপজ্জনক পরিস্থিতি আসতে চলেছে। প্রতি সপ্তাহে ভাইরাসের সংক্রমণ লাফিয়ে লাফিয়ে বাড়ছে। মার্চে যে হারে ইউরোপে সংক্রমণ বেড়েছিল, তার চেয়েও এখন সংক্রমণের হার বৃদ্ধি পেয়েছে বলে মনে করা হচ্ছে। ফের করোনা সংক্রমণের কেন্দ্রস্থল হয়ে উঠছে ইউরোপ। পরিস্থিতি আরো সংকটজনক অবস্থায় পৌঁছানোর আগেই জরুরি ব্যবস্থা নিতে হবে দেশগুলোর সরকারকে।

গতকাল পর্যন্ত বিশ্বজুড়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় তিন কোটি ছয় লাখে। এর মধ্যে গত বৃহস্পতিবার তিন লাখ ১৪ হাজার ৯৫৬ জনের শরীরে করোনা ধরা পড়েছে, যা এক দিনের হিসাবে সর্বোচ্চ শনাক্ত সংখ্যা। সূত্র : দ্য ওয়াল, ওয়ার্ল্ডোমিটার।

মন্তব্যসাতদিনের সেরা