kalerkantho

শুক্রবার । ৭ কার্তিক ১৪২৭। ২৩ অক্টোবর ২০২০। ৫ রবিউল আউয়াল ১৪৪২

নাভালনির পানির বোতলে মিলেছে নভিচক!

কালের কণ্ঠ ডেস্ক   

১৮ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেনাভালনির পানির বোতলে মিলেছে নভিচক!

রাশিয়ার বিরোধী নেতা অ্যালেক্সাই নাভালনিকে পানির বোতলে নভিচক (স্নায়ু বিকলকারী এক ধরনের বিষাক্ত রাসায়নিক) প্রয়োগের প্রমাণ পাওয়ার দাবি করেছেন তাঁর সহযোগীরা। গতকাল বৃহস্পতিবার তাঁরা  দাবি করেন, রাশিয়ার যে হোটেলে নাভালনি ছিলেন সেখানকার একটি পানির বোতল জার্মানিতে পরীক্ষা করে নভিচকের অস্তিত্ব পাওয়া গেছে। এক ইনস্টাগ্রাম পোস্টে নাভালনির দল জানায়, নাভালনি অসুস্থ হওয়ার পরপরই তারা বিষ পরীক্ষার জন্য ওই হোটেল থেকে পানির বোতলসহ অন্যান্য জিনিস সংগ্রহ করে। সূত্র: এএফপি।

মন্তব্যসাতদিনের সেরা