kalerkantho

বুধবার । ১৫ আশ্বিন ১৪২৭ । ৩০ সেপ্টেম্বর ২০২০। ১২ সফর ১৪৪২

সংক্ষিপ্ত

বিশ্বে দুই দশকে বিলুপ্ত ১০ কোটি হেক্টর বন

কালের কণ্ঠ ডেস্ক   

১৭ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেগত দুই দশকে বিশ্বের প্রায় ১০ কোটি হেক্টর বনাঞ্চল বিলুপ্ত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। মঙ্গলবার জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) জানায়, ২০০০ সালে বিশ্বের মোট বনভূমির পরিমাণ ৩১.৯ শতাংশ থাকলেও তা ক্রমাগত কমে চলতি বছরে ৩১.২ শতাংশে এসে দাঁড়িয়েছে। ফলে বিশ্বে এখন ৪১০ কোটি হেক্টরের বনভূমি রয়েছে। অর্থাৎ মোট বনভূমির প্রায় ১০ কোটি হেক্টর বিলুপ্ত হয়ে গেছে। চাষাবাদ ও পশুপাখির খামার করতে গিয়ে বৃক্ষনিধনের কারণেই মূলত এ বিপর্যয় ঘটেছে বলে জানিয়েছে এফএও। সংস্থাটি আরো জানায়, স্বল্পোন্নত দেশগুলোতে বন উজাড়ের ঘটনা বেশি ঘটেছে। বিশেষ করে সাব-সাহারান আফ্রিকা ও দক্ষিণ-পূর্ব এশিয়ায় গত দশকে খুবই দ্রুতগতিতে বনভূমি কমেছে। তবে বিপরীত চিত্রও দেখা গেছে বেশ কিছু দেশে। এশিয়া, ইউরোপ ও উত্তর আমেরিকার কিছু দেশে গত পাঁচ বছরে বনাঞ্চলের পরিমাণ বৃদ্ধি পেয়েছে অথবা আগের অবস্থানেই রয়ে গেছে। এসব দেশের মধ্যে চীন, জাপান, ফ্রান্স, ইতালি, যুক্তরাজ্য, কানাডা, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড রয়েছে। সূত্র : এএফপি। 

মন্তব্যসাতদিনের সেরা