kalerkantho

বৃহস্পতিবার । ৬ কার্তিক ১৪২৭। ২২ অক্টোবর ২০২০। ৪ রবিউল আউয়াল ১৪৪২

সংক্ষিপ্ত

কঙ্গোতে সোনার খনিতে ধস নিহত ৫০

কালের কণ্ঠ ডেস্ক   

১৩ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেগণপ্রজাতন্ত্রী কঙ্গোর পূর্বাঞ্চলে একটি সোনার খনি ধসে পড়ে প্রায় ৫০ জন প্রাণ হারিয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ গতকাল শনিবার এ কথা জানায়। প্রবল বৃষ্টিপাতের কারণে দক্ষিণ কিভু প্রদেশের কামিতুগা শহরে শুক্রবার বিকেলে অস্থায়ী খনিটিতে এই দুর্ঘটনা ঘটে। প্রাদেশিক গভর্নর থিও এনগবাবিজে কাসি বলেছেন, ‘৫০ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে, তাদের বেশির ভাগই তরুণ।’ কামিতুগা মেয়র আলেকজান্দ্র বুন্দিয়া বলেছেন, ‘আমরা এখনো হতাহতের সঠিক সংখ্যা সম্পর্কে নিশ্চিত নই।’ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ছবি ও ভিডিওতে দুর্ঘটনার পর ধসে পড়া খনিটির প্রবেশমুখে কয়েক শ মানুষকে দেখা গেছে; শোনা গেছে অনেকের কান্না ও বিলাপ। কঙ্গোর বিভিন্ন অননুমোদিত সোনার খনিতে প্রায়ই দুর্ঘটনার খবর শোনা যায়। গত বছরের অক্টোবরেও দেশটির অব্যবহৃত একটি সোনার খনিতে ভূমিধসের ঘটনায় ১৬ জনের মৃত্যু হয়েছিল। ২০১৯ সালের জুনে একটি তামা ও কোবাল্টের খনিতে ধসের ঘটনায় মৃত্যু হয়েছিল ৪৩ জনের। সূত্র : এএফপি।

মন্তব্যসাতদিনের সেরা