kalerkantho

বৃহস্পতিবার । ৬ কার্তিক ১৪২৭। ২২ অক্টোবর ২০২০। ৪ রবিউল আউয়াল ১৪৪২

রাশিয়ার টিকা প্রাথমিক পরীক্ষায় ‘অ্যান্টিবডি তৈরি করেছে’

কালের কণ্ঠ ডেস্ক   

৬ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেরাশিয়ার তৈরি কভিড-১৯ টিকা ‘স্পুিনক-ভি’ প্রাথমিক পর্যায়ের ট্রায়ালে অংশগ্রহণকারীদের সবার দেহে অ্যান্টিবডি তৈরি করেছে। টিকা পরীক্ষার ফল গত শুক্রবার প্রকাশ করে এ কথা জানিয়েছে চিকিৎসা সাময়িকী ল্যানসেট। ল্যানসেটের প্রতিবেদনে বলা হয়েছে, এ বছর জুন-জুলাইয়ে পরিচালিত দুটি পরীক্ষায় ৭৬ জন অংশ নিয়েছে। তাদের সবার (১০০%) দেহেই করোনাভাইরাসের অ্যান্টিবডি তৈরি হয়েছে এবং মারাত্মক কোনো পার্শ্বপ্রতিক্রিয়াও দেখা যায়নি।

রাশিয়া বৃহৎ পরিসরে তৃতীয় ধাপের পরীক্ষা শুরুর আগেই অগাস্টে তড়িঘড়ি বিশ্বের প্রথম দেশ হিসেবে টিকাটি অনুমোদন করে। এতে বিশ্বের বৈজ্ঞানিক, গবেষক ও চিকিৎসকরা এই টিকা নিরাপদ কি না, তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন। এবার ল্যানসেটের প্রকাশিত গবেষণা প্রতিবেদনকে রুশ টিকা নিয়ে বিশ্বব্যাপী ওই উদ্বেগ ও সমালোচনার সমুচিত জবাব হিসেবেই দেখছে মস্কো। ল্যানসেট বলছে, টিকাটি নিয়ে ৪২ দিন করে দুটি পরীক্ষা চালানো হয়। প্রতিবারই ৩৮ জন সুস্থ ও প্রাপ্তবয়স্ক স্বেচ্ছাসেবী এতে অংশ নিয়েছেন। সূত্র : রয়টার্স।

মন্তব্যসাতদিনের সেরা